কিতাবটি যেভাবে সাজানো হয়েছে-
১। مَهَارَةُ الْقِرَاءَةِ (পঠন দক্ষতা) : এ অধ্যায়ে ছাত্রদের তিনটি স্তরকে (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর) সামনে রেখে বিখ্যাত আরবি সাহিত্যিকদের ৫০ টি আরবি নস, শব্দবিশ্লেষণ ও তামরীন রয়েছে।
২। مَهَارَةُ الْكَلَامِ (কথন দক্ষতা) : এ অধ্যায়ে ৩০ টি বিষয়ভিত্তিক আরবি মোকালামা বা কথোপকথন রয়েছে। তাছাড়া এখানে আরো রয়েছে দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত ৩০০ এর অধিক আরবি বাক্য।
৩। مَهَارَةُ الْكِتَابَةِ (লিখন দক্ষতা) : এ অধ্যায়ে ইনশার প্রকারভেদ ও সবগুলো প্রকারের বিশ্লেষণ ও নমুনা উল্লেখ করা হয়েছে। এখানে রয়েছে, দরখাস্ত, চিঠি, সিভি, প্রশংসাপত্র, এলান, প্রতিবেদন, আরবি অনুচ্ছেদ, প্রবন্ধ, রোজনামচা ইত্যাদি লেখার কলাকৌশল। এবং عَلَامَاتُ التَّرْقِيْمِ , صِلَاتُ الْأَفْعَال ও লেখার ক্ষেত্রে ছাত্ররা যেসব ভুলের সম্মুখীন হয় তার দীর্ঘ একটি তালিকা।
৪। مَهَارَةُ الاِْستِمَاعِ (শ্রবণ দক্ষতা) : এ অধ্যায়ে শিক্ষার্থীরা কাদের আলোচনা শুনবে এবং কি কি শুনবে তার বিস্তর আলোচন রয়েছে। এবং প্রসিদ্ধ কিছু অনলাইন আরবি রেডিওর নাম ও কিছু আলোচকের একটি তালিকাও সংযুক্ত করা হয়েছে।
price/ 250 ৳
0 Reviews